Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা; ২৭,২০০/- টাকা জরিমানা আদায় ও ৪৬ টি হাইড্রলিক হর্ন, ০৮টি মেশিন জব্দ
বিস্তারিত

সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন স্লোগানে অদ্য ২৬/০৪/২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকাল ১১:০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর, আলমপুর, সিলেটস্থ সুরমা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সিলেট মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতনতামূলক বক্তব্য প্রদান, আলোচনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
 উক্ত দিবসের জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে সারা দেশের ন্যায় সিলেটেও শব্দ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিকাল ০২:০০ ঘটিকায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে শব্দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ এমরান হোসেন, পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যটিলায়ান এর সঙ্গীয় ফোর্স। মোবাইল কোর্টের অভিযানে ২১টি যানবাহনের বিরুদ্ধে মোট ২৭,২০০/- জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় বর্ণিত যানবাহন থেকে সর্বমোট ৪৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন, ০৮ টি হর্ন ব্যবহারের জন্য ব্যবহৃত মেশিন জব্দ করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি ৮(২) লংঘণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় উক্ত জরিমানা আরোপ করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ বদরুল হুদা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারী পরিচালক জনাব মোঃ আলমগীর, জনাব মোঃ মোহাইমিনুল হক, গবেষণাগার সহকারী জনাব মুহাম্মদ শাহাদৎ হোসেন, নমুনা সংগ্রহকারী জনাব মোঃ রুবেল মিয়া এবং বিআরটিসি, সিলেট এর প্রতিনিধি জনাব মো.সাইফুল উপস্থিত ছিলেন। এসময় শব্দ দূষণের কুফল সম্বলিত লিফলেট ও স্টিকার  বিতরণ করা হয়। 
শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/04/2023
আর্কাইভ তারিখ
25/04/2024
যোগাযোগের ঠিকানা
পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়
বিভাগীয় পর্যায়ের বহুতর অফিস ভবন (৫ম) তলা
আলমপুর, সিলেট
ফোনঃ ০২-৯৯৭৭০০৮১৩