আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা
বিস্তারিত
সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন স্লোগানে অদ্য ১৬/০৫/২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকাল ৯:০০ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্তে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট।
র্যালি পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সভায় সম্মানিত বিভাগীয় কমিশনার শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর
ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিত সিংহ, পরিবেশ অধিদপ্তর,সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ এমরান হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইমরুল হাসান। তাছাড়া বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিলেট জেলা পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার কর্তৃক উদ্ভোধনী বেলুনের মাধ্যমে শুরু হওয়া র্যালি কদমতলী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে হুমায়ুন রশীদ চৌধুরী চত্তরে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন চালক-শ্রমিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।