টিলা কর্তনের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান, টিলা কর্তণকাজে ব্যবহৃত ২টি ট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন কালীবাড়ি (জগদীশটিলা) নামক স্থানে টিলা কর্তণ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০২/০৮/২০২৩ খ্রি. ভোর ৫:০০ ঘটিকায় জালালাবাদ থানা পুলিশের সহায়তায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ এমরান হোসেন, পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয়
কার্যালয়। অভিযানকালে বেআইনীভাবে টিলা কর্তনের সাথে জড়িত থাকায় ১) মোঃ বিলাল মিয়া (৪৮), পিতা: আক্কাছ মিয়া, পানতলা, সিলেট, ২): আলী আজগর (২০), পিতা: মাসুক মিয়া, সদরঘাট, নবীগঞ্জ, হবিগঞ্জ ও ৩) সাহানুর মিয়া (৩৭), পিতা: অজিদ আলী, কামার টিলা, এয়ারপোর্ট থানা, সিলেট’কে আটকপূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় টিলা কর্তণকাজে ব্যবহৃত ২টি ট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দপূর্বক পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘণ করে টিলা কর্তণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মোঃ বিলাল মিয়া (৪৮), পিতা: আক্কাছ মিয়া, পানতলা, সিলেট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড, ২): আলী আজগর (২০), পিতা: মাসুক মিয়া, সদরঘাট, নবীগঞ্জ, হবিগঞ্জ ও সাহানুর মিয়া (৩৭), পিতা: অজিদ আলী, কামার টিলা, এয়ারপোর্ট থানা, সিলেট’কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ বদরুল হুদা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা নমুনা সংগ্রহকারী শ্রী হরিপদ চন্দ্র দাশ, সিলেট বিভাগীয় কার্যালয়ের গবেষণাগার সহকারী জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন এবং জালালাবাদ থানার উপপরিদর্শক জনাব মহবুবুল করিমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।