শিরোনাম
সিলেট জেলার সদর উপজেলার আরামবাগ এলাকার জামিয়া খাতামুন নাবিয়্যীন সিলেট নামক স্থানে টিলারকম ভূমি কর্তনের দায়ে চল্লিশ হাজার (৪০,০০০/-) টাকা ক্ষতিপূরণ এবং ১ মাসের বিনাশ্রম কারাদন্ড
বিস্তারিত
অদ্য ০৭/০৫/২০২৩ তারিখে সিলেট জেলার সদর উপজেলার আরামবাগ এলাকার জামিয়া খাতামুন নাবিয়্যীন সিলেট নামক স্থানে টিলারকম ভূমি কর্তনের দায়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ৭ জনকে আটকপূর্বক মোবাইল কোর্ট এর মাধ্যমে চল্লিশ হাজার (৪০,০০০/-) টাকা ক্ষতিপূরণ এবং ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন করেন পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানকালে মো: আক্তারুজ্জামান (৪০), বালুচর, সদর উপজেলা, সিলেটসহ ৭ জনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘণ করে টিলা কর্তণ অপরাধে ভ্রাম্যমাণ আদালত উক্ত আদেশ প্রদান করেন। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ মামুনুর রশিদ, পরিদর্শ,ক পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের নমুনা সহকারী শ্রী হরিপদ চন্দ্র দাস এবং সিলেট বিভাগীয় গবেষণা সহকারী মো: রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
অবৈধভাবে টিলারকম ভূমি কর্তনের সময় ৬টি কোদাল ও একটি শাবল জব্দ করা হয়।
শাহ আরফিন টিলার পরিবেশ রক্ষায় টিলা কর্তণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।